বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্ট ভারতের স্পিনারদের দাপটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে। এরপর ঐচ্ছিক অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অতিথিদের অনুরোধের পরও মূল উইকেট ও অনুশীলন পিচে পানি ঢেলে দেয়ায় পরিকল্পনা বাদ দিতে হয়েছে কামিন্সদের। নাগপুরে শনিবার রাতে অজিদের সঙ্গে ঘটা এ ঘটনা আলোচনার জন্ম দিয়েছে।
অজি ম্যানেজমেন্ট চেয়েছিল রোববার বিকেলে পাঁচজন খেলোয়াড় নিয়ে হবে অনুশীলন পর্ব। এজন্য তারা ভিসিএ গ্রাউন্ড স্টাফদের বলেছিল যেন মূল উইকেট ও অনুশীলন পিচ ছেড়ে বাকি জায়গা নিয়ে কাজ করা হয়। কিন্তু খেলোয়াড়রা মাঠ ছাড়ার পর স্টাফরা পানি দেয়া শুরু করে। অগত্যা অনুশীলন বাতিল করতে হয়েছে সফরকারী টিম ম্যানেজমেন্টকে।
নাগপুরে ওয়ার্নার-স্মিথদের দুই ইনিংসে ২০ উইকেটের ১৫টিই নিয়েছেন অশ্বিন-জাদেজা। সিরিজে ফিরতে সামনের ম্যাচে কীভাবে এ দুজনকে মোকাবেলা করতে হবে সে বিষয়ে কাজ করতে চেয়েছিল অস্ট্রেলিয়া। অনুশীলন বাতিল হওয়ায় পরিকল্পনায় ধাক্কা টেস্টের নাম্বার ওয়ানদের।
🚨 IND vs AUS: Australia’s plan to practice on Nagpur pitch spoiled by curators pic.twitter.com/rtXmwjS70g
— MegaNews Updates (@MegaNewsUpdates) February 12, 2023
‘আমার মনে হচ্ছে ভঙ্গুর অবস্থায় দলের হাল ধরতে আমাদের যথেষ্ট মনোযোগ ছিল না। গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে আমরা খুবই সক্রিয় ছিলাম। কিন্তু ভারতের সঙ্গে আমরা তেমন ধৈর্য দেখাতে পারিনি।’ মন্তব্য অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের।
‘দীর্ঘ সময় ধরে মানসম্মত স্পিনার মোকাবেলা করতে হলে একটি পদ্ধতি অনুশীলন করা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’ মনোযোগ হারিয়ে অল্পরানে আউট হওয়া শিষ্যদের নিয়ে এভাবেই বলেছেন ম্যাকডোনাল্ড।
The report further said that the Australians had requested the pitch be kept intact to allow their misfiring top-order valuable additional practice the following afternoon.#INDvAUS #AUSvsIND https://t.co/2beHuPoZf6
— Jagran English (@JagranEnglish) February 12, 2023
এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী লেগ স্পিনার মিচেল সোয়েপসন সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে গেছেন। তার জায়গায় অভিষেক হতে পারে ২৬ বর্ষী লেগ স্পিনার ম্যাথিউ কুহনেমানের।
সিরিজের দ্বিতীয় টেস্টে পেসার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকেও পাওয়া যেতে পারে। গোড়ালির চোটে জস হ্যাজেলউডকে আপাতত পাচ্ছে না অজিরা।