আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আরও আগেই, এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) টুইটারে অবসরের কথা জানান তিনি।


২০১৯ সালে তারই নেতৃত্বে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করে। গত বছর জুনের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মরগান। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানেন। এবার সব ধরনের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
২০০৩ সালে আয়ারল্যান্ডের হয়ে যাত্রা শুরু হয় মরগানের। পরে চলে আসেন ইংল্যান্ডে। মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে পেশাদার অভিষেক হয় লিস্ট এ ক্রিকেট দিয়ে। জীবনের শেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে।
এক বিবৃতিতে মরগান বলেন, ‘আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।’
— Eoin Morgan (@Eoin16) February 13, 2023