এবার পাকিস্তান মাতাতে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে দল পেয়েছেন তিনি। প্লেয়ার ড্রাফট থেকে সাপ্লিমেন্টারী হিসেবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।


পিএসএলে সাকিব আল হাসান পরিচিত মুখ। এর আগেও একাধিক আসরে খেলেছেন তিনি। ২০১৭ সালে পেশোয়ার জালমি ও ২০১৬ করাচি কিংসের হয়ে অংশ নেয়া সাকিব আবার খেলবেন পেশোয়ারের হয়ে।
যদিও এবারো পুরো আসর জুড়ে সাকিবকে পাওয়া নিয়ে যাবেনা। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেকারণে সাকিব খেলবেন ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পেশোয়ার জালমি। সেই ম্যাচেই দেখা যেতে পারে সাকিবকে।
মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হয়েছে আজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ই মার্চ। এরপর প্লে-অফের লড়াই ১৫, ১৬ ও ১৭ই মার্চ। ১৯ মার্চ ফাইনাল এবং এর আগে প্লে-অফ সবই লাহোরে অনুষ্ঠিত হবে।
🇧🇩 Tiger @Sah75official returns to the #YellowStorm ⚡for #HBLPSL8#Zalmi #ZKingdom #ZalmiDeluxe pic.twitter.com/uYKE9sobHs
— Peshawar Zalmi (@PeshawarZalmi) February 13, 2023
🟡 Peshawar Zalmi have drafted Shakib Al Hasan for PSL 8
The 🇧🇩 star will be available until 26 February 🗓️#HBLPSL8 #PSL2023 #CricketTwitter pic.twitter.com/0heO7RHmeq
— CricWick (@CricWick) February 13, 2023
Peshawar Zalmi have drafted in Shakib Al Hasan as a reserve supplementary pick.
He will be available for selection tomorrow against Karachi Kings and will be available till 26 Feb.#HBLPSL8 | #PSL2023 pic.twitter.com/K1NRh0sAs1
— Grassroots Cricket (@grassrootscric) February 13, 2023