মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলেন দর্শকরা।


আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। পরের বলে অনেকটা এগিয়ে এসেই ডিফেন্স করার চেষ্টা করেন তিনি। বল পায়ে লাগায় আউটের আবেদন করেন রংপুরের ক্রিকেটাররা। আম্পায়ার এই আবেদন ফিরিয়ে দেন।
এরপর রিভিউ নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। রিভিয়ে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। এতেই মেজাজ হারান নাজমুল হোসেন শান্ত। মাঠেই ক্ষোভ ঝাড়েন আম্পায়ারদের উপর। এরপর রংপুরের অলরাউন্ডার ডিজে ব্রাভো তাকে শান্ত করিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করেন। পরবর্তী ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করছিলেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে পেয়ে তার কাছে নালিশ করেন শান্ত। মাশরাফি তেমন একটা সাড়া না দেয়ায় ক্ষোভ নিয়েই মাঠ ছাড়েন শান্ত।
দুদলের জন্যই ম্যাচটি আজ অত্যান্ত গুরুত্বপূর্ণ। যে দলই জিতবে তারাই ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের৷ অন্য দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকেই।