২০২২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলে পদত্যাগ করেন সীমিত ওভারের অধিনায়ক নিকোলাস পুরান। এবার সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে আলাদা অধিনায়ক নির্বাচিত হলেন। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন শাই হোপ এবং রভম্যান পাওয়েল হবেন টি-টোয়েন্টির অধিনায়ক।
আগামী ১৬ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে অধিনায়কত্ব শুরু করবেন হোপ ও পাওয়েল।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সহঅধিনায়ক ছিলেন হোপ এবং গত বছর জুনে আবারো ডেপুটি হিসেবে নিযুক্ত হন। ১০৪ ওয়ানডের ক্যারিয়ারে এই টপ অর্ডারের রান ৪৩০৮। অন্যদিকে পাওয়েলের নেতৃত্বে জ্যামাইকা তাল্লাওয়াস গত বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিল। নভেম্বরে জ্যামাইকা স্করপিয়ন্সকে সিজি ইউনাইটেড সুপার৫০ কাপও জেতান। এছাড়া তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেন তিনি।
🚨BREAKING NEWS🚨
CWI announces new captains for White-Ball formats.
Read More⬇️ https://t.co/Bmw7qILA9p pic.twitter.com/suNk7ndqKE
— Windies Cricket (@windiescricket) February 15, 2023
হোপ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের যে কোনো দলের অধিনায়ক নির্বাচিত হওয়া বিশাল সম্মানের। এমন একটি দলকে নেতৃত্ব দিতে পারা, যারা অবিশ্বাস্য তাৎপর্য বহন করে, সেটা যে কারো শৈশবের স্বপ্ন।’
পাওয়েলও রোমাঞ্চিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার চমৎকার সুযোগ পেয়ে আমি বিনীত ও কৃতজ্ঞ। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান হিসেবে দেখছি এটাকে।’
A childhood dream come true for the ODI Skipper, @shaidhope.❤#MenInMaroon pic.twitter.com/YlQLadGlsX
— Windies Cricket (@windiescricket) February 15, 2023