ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় ছিলেন প্রথমবারের মতো ডাক পাওয়া টম অ্যাবেল। তবে ইনজুরিতে পরে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। সাইড স্ট্রেইন ছোটে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার। টম অ্যাবেলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


কলম্বোয় গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কে ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্স ‘এ’ দলের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচে বল করতে গিয়ে চোট পান টম অ্যাবেল। চোট গুরুতর হওয়ায় পুরো ওভারটি শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় ব্যাটিংয়ে ও নামেননি ডানহাতি এই ব্যাটার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চোটের অবস্থা জানতে স্ক্যান করানো হয় টম অ্যাবেলকে, সেখানে চোট ধরা পড়ে ডানহাতি এই ব্যাটারের। এরপরেই বাংলাদেশ সফর থেকে ছিটকে যান তিনি। সুস্থ ওঠার প্রক্রিয়া শুরু করতে শ্রীলঙ্কা থেকে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন সদ্য ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটার।
যদিও টম অ্যাবেল চোটের জন্য স্কোয়াড থেকে ছিটকে গেছেন এরপরেও ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে কোন পরিবর্তন করেনি দেশটির ক্রিকেট বোর্ড। শুধু টম অ্যাবেলের নাম কাটা পড়েছে। বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি ঢাকা পা রাখার কথা রয়েছে থ্রি লায়ন্সদের। প্রথম ওয়ানডে শুরু হবে আগামী মাসের ১ তারিখ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
We're gutted for you Tom 😢 @tomabell1 will miss our Men's white-ball tour of Bangladesh after suffering a side injury in the Lions' match in Colombo yesterday. No replacement will be named for either ODI or IT20 squad. pic.twitter.com/zuPxagTIOT
— England Cricket (@englandcricket) February 16, 2023