নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগেও এক গোলে পিছিয়ে ছিলো পিএসজি। শঙ্কা ছিলো টানা চার পরাজয়ের। কিন্ত যে দলে বিশ্বের সেরা দুই ফুটবলার কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি রয়েছেন তারা এত সহজে হাল ছেড়ে দেয় কিভাবে? ৮৭তম মিনিটে এমবাপে সমতা ফেরানো গোলটি করার পর একেবারে শেষ মুহূর্তে এসে বাজিমাত করলেন লিওনেল মেসি। তার ঝলকে জয় নিয়েই মাঠ ছাড়লো প্যারিসিয়ানরা।
লিগ ম্যাচে ঘরের মাঠে লিলেকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। দলটির পক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। সেই সাথে একটি করে গোলের দেখা পেয়েছেন নেইমার জুনিয়র এবং লিওনেল মেসিও।


সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিলো না পিএসজির। মার্সেই, মোনাকো ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে টানা তিন ম্যাচে হারে প্যারিসিয়ানরা। এবার লিগ ম্যাচে লিলের বিপক্ষে টানা চতুর্থ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লিগ ওয়ার্নারে টেবিল টপার পিএসজি।
যদিও ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপে গোল করে ওই হারের শঙ্কা এড়ান। শেষ বাঁশির আগে ফ্রি কিক থেকে জাদুকরী গোল করে দলকে জেতালেন লিওনেল মেসি। তার আগে জাদু দেখিয়ে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। তাদের আলোয় রোববার লিলির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ৪-৩ গোলে জিতেছে পিএসজি।
WHO ELSE… Just WHO ELSE??? 🐐#Messi secures a @PSG_English win with this 🔥 free-kick 🥶
Watch 🔃 📽️#Ligue1 #PSGLOSC #Ligue1onSports18 #Ligue1onJioCinema pic.twitter.com/3t57jVkw8M
— JioCinema (@JioCinema) February 19, 2023
ঘরের মাঠে ম্যাচের একাদশ মিনিটে কিলিয়ান এমবাপে দলকে লিড এনে দিয়েছিলেন। ওই গোলের কারিগর পিএসজির নাম্বার টেন নেইমার।
এরপর ১৭তম মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার গোলে সহায়তা দেন ভিতিনহা। এরপর দ্বিতীয়ার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন বার্সা থেকে পিএসজি আসা তারকা নেইমার।
নেইমার মাঠে থাকা পর্যন্ত লিলি ২-১ গোলে পিছিয়ে ছিল। তিনি মাঠ ছাড়ার পরই সমতায় ফেরে দলটি। ৫৮তম মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে গোল করে ২-২ সমতা করেন। ৬৯তম মিনিটে ৩-২ গোলের লিড নেয় এক মৌসুম আগে লিগ জয়ী লিলি।
জয়ের স্বপ্ন দেখতে থাকে তারা। ৮৭তম মিনিটে জোয়াও বার্নাটের পাস ধরে গোল করেন কিলিয়ান এমবাপে। দলের হার এড়ানোর উল্লাসে মাতেন কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকা।
এরপর শেষ বাঁশির ঠিক আগে (৯৫ মিনিটে) বক্সের বাইরে থেকে ফ্রি কিকে গোল করেন লিও মেসি। তার নিচু করে নেওয়া শট লিলির মানব দেয়ালের গা কেটে পোস্টের কোণা দিয়ে ঢুকে যায় জালে। বাধ ভাঙা জয় উদযাপনে মাতে পিএসজি।