পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সফর শেষে দেশে ফেরার পর বিরতিতেই বলা যায়। প্রায় চার মাসের সেই বিরতির অবসান হতে চলেছে আগামী মাসে। মার্চে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে তাদের।


স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ ছাড়া ত্রিদেশীয় সিরিজের বাকি দলটি হলো শ্রীলঙ্কা। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলার কথা রয়েছে জুনিয়র টাইগারদের।
ম্যাচগুলো খেলার উদ্দেশে মার্চের প্রথম সপ্তাহেই দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে এখনো সূচি চূড়ান্ত না হওয়ায় বলা যাচ্ছে না কবে উড়াল দিবে তারা।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের এক কর্তা বলেছেন, ‘মার্চের ৭ তারিখ আমাদের দেশ ছারার কথা ছিল। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি দুই-একদিনের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে।’
গত নভেম্বরে পাকিস্তান সফর যাওয়া বাংলাদেশ একমাত্র চারদিনের ম্যাচটি ড্র করেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ড্র করেছে ১-১ ব্যবধানে।