ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আনুষ্ঠানিক দলবদল এখনো দেরি আছে। তার আগেই দল গুছিয়ে নিচ্ছে ক্লাবগুলো। ডিপিএলের আগের মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ছিলেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।


সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের নিয়ে দল গড়েছিল ক্লাবটি। তবে বাংলাদেশ দলের সিরিজ ব্যস্ততা থাকায় সেবার খেলা হয়নি তাদের। এবার মৌসুম শুরুর আগেই দলবদল করেছেন তাসকিন। আসন্ন ডিপিএলে ঢাকা আবাহনীর হয়ে খেলবেন ডানহাতি এ পেসার।
তবে সাকিবের দলবদল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গতকাল আবাহনীর সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, আসন্ন ডিপিএলে খেলবেন সাকিব। ক্লাব সূত্রেও এ তথ্য জানা গেছে। তবে মোহামেডানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সাকিবের সঙ্গে তাদের এ মৌসুম নিয়ে চুক্তি হয়নি। কোন ক্লাবে খেলবেন, সেটাও জানেন না তারা।
এদিকে প্রাইম ব্যাংকে তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে মুশফিকুর রহিমকে। আগের মৌসুমে তিনিও ছিলেন মোহামেডানে। যদিও শেষ দিকে শেখ জামালে গিয়ে শিরোপা জেতেন।