ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডরসন এখন আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন ৪০ বছর বয়সী এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দিবারাত্রির টেস্টে দুর্দান্ত বোলিং করার পুরস্কার পেলেন জিমি। ২০১৯ সাল থেকে টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা কামিন্স নেমে গেছেন তিনে। ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে মাত্র এক উইকেট নেওয়া অস্ট্রেলিয়া অধিনায়ক নেমে গেছেন তিন নম্বরে। অন্যদিকে দিল্লি টেস্টে ৬ উইকেট শিকার করে র্যাংকিংয়ের দুইয়ে জায়গা করে নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
40-year-old James Anderson is the best men's Test bowler in the world.
Jimmy moves to #1 in the @ICC men's Test bowling rankings 🥇🐐 pic.twitter.com/0HFBzBbp9R
— England Cricket (@englandcricket) February 22, 2023
অ্যান্ডারসনের র্যাটিং পয়েন্ট ৮৬৬, তাঁর চেয়ে মাত্র ২ পয়েন্ট কম অশ্বিনের। কামিন্সের র্যাটিং পয়েন্ট ৮৫৮। সেরা দশে থাকা অন্য বোলাররা হলেন – ওলি রবিনসন (৪), জসপ্রিত বুমরাহ (৫), শাহিন শাহ আফ্রিদি (৬), কাগিসো রাবাদা (৭), কাইল জেমিসন (৮), রবিন্দ্র জাদেজা (৯) ও মিচেল স্টার্ক (১০)।
কামিন্স শীর্ষস্থান হারালেও ব্যাটারদের তালিকা শীর্ষে আছেন দুই অস্ট্রেলিয়ান। ৯১২ র্যাটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে মার্নাস লাবুশানে। তাঁর পরই স্টিভ স্মিথের অবস্থান।
40-year-old James Anderson is the new no.1 ranked Test bowler in the world 🔥👑#CricketTwitter #india #england pic.twitter.com/wgLkJcdciK
— Sportskeeda (@Sportskeeda) February 22, 2023