ভারতীয় প্রিমিয়ার লিগের আগামী আসরে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেনে দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা।


ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে ঐ কর্তা জানিয়েছেন,ওয়ার্নার দলটির নেতৃত্ব দেবেন। তার ডেপুটি হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল। এর আগে দলটির অধিনায়ক ছিলেন ঋষভ পান্ত। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় এবারের আইপিএলে খেলা হবে না তার।
এর আগে হায়দরাবাদের নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন ওয়ার্নার। ওই আসরে তার সঙ্গে দলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার নেতা ওয়ার্নারের সঙ্গে আবার জুটি হতে যাচ্ছে ফিজের।