নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের সেরা পেসারদের একজন টিম সাউদি। বল হাতে ২২ গজে ঝড় তোলার পাশাপাশি দলের প্রয়োজনে কখনো কখনো ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারেন কিউই অধিনায়ক। মূলত বোলার হলেও ‘বিগ হিটার’ হিসেবে পরিচিত তিনি। আজ ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনেও তেমন আক্রমণাত্মক দেখা গেল তাঁকে।


ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ৪৩৫ রানের জবাবে ২০৯ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন টিম সাউদি। হাঁকিয়েছেন এই ইনিংসে ৬ টি ছক্কা। এরই সাথে ফলো অনের লজ্জায় মাথায় নিয়ে ড্রেসিংরুমে ফেরার আগে নতুন এক মাইফলক ছুঁয়েছেন সাউদি। টেস্টে সর্বোচ্চ ছক্কায় তিনি ছাড়িয়ে গেছেন কেভিন পিটারসন, ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।
টেস্টে ১৪৪ ইনিংসে ধোনির ছয় ৭৮। অন্যদিকে ৮২ টি ছয় হয়ে গেছে সাউদির। তবে তাঁর লেগেছে ১৩১ ইনিংস। ৮১ ছয় নিয়ে তাঁদের নিচে আছেন কেভিন পিটারসন ও মিসবাহ-উল-হক। সমানসংখ্যক ৮২ ছয় আছে ম্যাথু হেইডেন ও অ্যান্ড্রু ফ্লিনটফের। ১৬৫ ইনিংসে ১০৯ ছয় নিয়ে এই তালিকার শীর্ষে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
১০৭ ছয়ে এই তালিকার দুইয়ে সাউদির সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম। সাউদি যদি আর সাতটি ৩ মারতে পারেন তবে ছাড়িয়ে যাবেন ভিভ রিচার্ডসকে। টেস্টে ১৮২ ইনিংসে ৮৪টি ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। এখনো খেলে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে এই রেকর্ডে সাউদির সামনে আছেন কেবল স্টোকস।
With 6️⃣ sixes in his 73 against England, Southee passed Dhoni, Pietersen and Misbah to reach joint-tenth in the all-time Test sixes chart 🤯 pic.twitter.com/UC2NX8dVdo
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 26, 2023