২০১৯ সালের পর স্প্যানিশ লিগের শিরোপা আর ধরে দেখা হয়নি বার্সেলোনার। ঘরের ছেলে জাভি হার্নান্দেজের অধীনে এবার সেই অপূর্ণতা পূরণের আশা জাগাচ্ছে কাতালান দলটি।
গত রাতে লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর পর সেই আশার পালে আরও হওয়া লেগেছে বার্সেলোনার। কেননা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে যে ১২ পয়েন্টে এগিয়ে গেছে ব্লগ্রানারা। মৌসুম শেষ হতে বাকি আছে আর মাত্র ১২টি ম্যাচ, এই ম্যাচগুলোতে নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে এবার শিরোপা যেতে পারে বার্সার ঘরেই।
কেননা এখন পর্যন্ত স্প্যানিশ লিগে খেলা ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। অপরদিকে সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট!
গত রাতে ঘরের মাঠে শুরুর দিকে পিছিয়ে পড়লেও সার্জিও রবার্তো এবং ফ্র্যাঙ্ক কেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এখন লিগের বাকি থাকা ১২ ম্যাচে এই ১২ পয়েন্টের ব্যবধান রক্ষা করতে পারলেই সুদীর্ঘ চার বছর পর আরও একবার লা লিগার শিরোপা ফিরে আসবে ক্যাম্প ন্যুতে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই জয়ে লিগ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলো বার্সেলোনা।