ভারতের সাবেক অধিনায়ক, ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত তারকা তিনি। বিরাট কোহলি শুধু ক্রিকেট খেলেই নয়, নানা বিজ্ঞাপন, স্পন্সর কোম্পানির শুভেচ্ছাদূতসহ নানা পন্থায় যে অর্থ আয় করেন, তা দিয়ে একের পর এক গাড়ি কিনেছেন তিনি। শখের এসব গাড়িতে ভরে গিয়েছিল তার গ্যারেজ।
With its stunning looks and exciting features, the all new V27 series phone is going to delight you in every way.
So what are you waiting for? Grab #TheSpotlightPhone today!
Buy Now at https://t.co/dkrHu4l2aW@Vivo_India#vivoV27Series #DelightEveryMoment #ad pic.twitter.com/DxF3Si22Mu
— Virat Kohli (@imVkohli) March 29, 2023
তার গাড়ির সংগ্রহ দেখে যেকোনো ক্রিকেটারই হিংসা করবেন; কিন্তু সেই গাড়িগুলো নিজেরই পছন্দ হচ্ছিল না। তাই একটা সময়ে প্রায় সব গাড়িই বিক্রি করে দিলেন কোহলি। আরসিবির এক সাক্ষাৎকারে এমন কথাই ফাস করলেন বিরাট কোহলি। অযথাই গাড়িগুলো কিনেছিলেন বলেই স্বীকারোক্তি দিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার। আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে কোহলির এই বক্তব্য।
সাক্ষাৎকারে কোহলিকে তার গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। উত্তরে বিরাট বলেন, ‘আমার যে ক’টা গাড়ি ছিল, সবগুলোই আচমকা ঝোঁকের মাথায় কিনে ফেলেছিলাম। হয়তো কোনোদিন চালাইওনি। গাড়িগুলো পড়েই থাকতো। একটা সময়ের পর বুঝতে পেরেছিলাম, এতগুলো গাড়ি রাখার কোনো মানেই হয় না।’
এরপরই অধিকাংশ গাড়ি বিক্রি করে দেন বলে জানান বিরাট। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেশিরভাগ গাড়িই আমি বিক্রি করে দিয়েছি। এখন যে গাড়িগুলো আমরা ব্যবহার করি, শুধু সেগুলোই রাখা আছে। আমার মনে হয় বাস্তবে এরকমই ঘটা উচিত।’
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে বিরাটের আরসিবি। মুম্বাইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবেন তারা। আইপিএল লড়াই শুরুর আগে সাক্ষাৎকারে জানা গেছে বিরাটের আরও অজানা তথ্য।
অরিজিৎ সিংয়ের গান শুনতে পছন্দ করেন তিনি। বিরাটের পছন্দের খেলোয়াড় রজার ফেদেরার ও ক্রিশ্চিয়ানো রোনালদো। যদি কোনোদিন সুযোগ হয়, তাহলে দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় বসতে চান বিরাট।
তবে সেখানে বেশি কিছু না বলে দুই তারকার কথা শুনতে চান তিনি। সর্বকালের সেরা ক্রিকেটার কে? সেই প্রশ্নের উত্তরে বিরাট সাফ জানিয়ে দেন, ‘শচিন টেন্ডুলকার ও ভিভ রিচার্ডস।’
The moment you are waiting for is here! Watch the fourth edition of the @sportshonours on @StarSportsIndia 🇮🇳#ISH2023 #bluerising pic.twitter.com/Pa1DSq6UrT
— Virat Kohli (@imVkohli) March 26, 2023